কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : আমি জমি ভাড়া নিয়েছি যে টাকা দিয়ে তার থেকেও অনেক বেশি টাকা অগ্রিম দিয়েছি। এ বাবদ প্রদত্ত অতিরিক্ত টাকার কি যাকাত দিতে হবে?

উত্তর: অতিরিক্ত প্রদেয় টাকা যদি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে যাকাত দিতে হবে আর ফেরত পাওয়ার সম্ভাবনা না থাকলে যেহেতু সেটি জমির ভাড়া বাবদ দেওয়া হয়েছে আর সেটার নিশ্চিতরূপে মালিক অপনি নন। কাজেই মালিকবিহীন টাকার যাকাত লাগবে না। তবে আপনার জমি হতে উৎপাদিত ফসল যদি নেসাব পরিমান হয় তাহলে তার যাকাত দিতে হবে। অর্থাৎ উৎপাদিত ফসল যদি ১৮ মন ৩০ কেজি হয়, আর বৃষ্টির পানিতে উৎপাদিত হয়, তাহলে সেই ফসল থেকে দশভাগের এক ভাগ যাকাত দিতে হবে। আর সেচের পানিতে উৎপাদিত হলে বিশ ভাগের একভাগ যাকাত দিতে হবে (ছহীহ বুখারী, হা/১৪৫৯, ছহীহ ‍মুসলিম, হা/৯৮০)।

প্রশ্নকারী : সুজন মিয়া

কুড়িগ্রাম।


Magazine