কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : চার রাকআত জামাআতের সাথে ছালাতের শেষ বৈঠকে প্রাকৃতিক কারণে সালাম না ফিরিয়ে চলে গেলে পরে ঐ ছালাত কীভাবে আদায় করব?

উত্তর: এক্ষেত্রে সেই ছালাত বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পবিত্রতা হলো ছালাতের চাবি, তার তাকবীর হলো হারামকারী এবং তার সালাম হলো হালালকারী’ (তিরমিযী, হা/৩; আবূ দাঊদ, হা/৬১)। অতএব প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে অযূ করে আবার নতুন করে ছালাত শুরু করতে হবে (আল-মুগনী, ২/৪; ফাতওয়া নুরুন আলাদ দারব, ইবনু উছাইমীন, ৮/২)।

প্রশ্নকারী: মো. রবিউল আওয়াল

খোলসী, চাঁপাই নবাবগঞ্জ।


Magazine