উত্তর : তাশাহুদের বৈঠক ব্যতীত ছালাতের সর্বাবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখবে। সালেম ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বায় প্রবেশ করার পর থেকে বাহির হওয়ার পূর্ব পর্যন্ত সিজদার স্থান হতে তাঁর দৃষ্টি সরাতেন না’ (মুস্তাদরাক হাকেম, হা/১৭৬১; বায়হাক্বী, সনানুল কুবরা, হা/১০০০৮; ছিফাতু ছালাতিন নবী, পৃঃ ৮৯; সনদ ছহীহ, ইওয়াউল গালীল, হা/৩৫৪-এর আলোচনা দ্রঃ)। বৈঠক চলাকালীন দৃষ্টি থাকবে আঙ্গুলের ইশারার দিকে। নাফে‘ রাহিমাহুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু যখন ছালাতে বসতেন, তখন তার দু’হাতকে নিজের দু’রানের উপর রাখতেন। আর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন এবং তার চোখের দৃষ্টি থাকতো আঙ্গুলের প্রতি। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এ শাহাদাত আঙ্গুল শয়তানের কাছে লোহার চেয়ে বেশি শক্ত’ (আহমাদ, হা/৫৯৬৪; আবুদাঊদ, হা/৯৯০; নাসাঈ, হা/১২৭৫; মিশকাত, হা/৯১৭)।
প্রশ্নকারী : আফীফ
ক্ষেতলাল, জয়পুরহাট।
