উত্তর : পকেট থেকে যদি টাকা পড়ে যায় যাতে মানুষের ছবি আছে, সেই টাকা পুনরায় পকেটে তুলে নিতে হবে যাতে ছালাতের খুশূ-খুযূ নষ্ট না হয়। কেননা কাপড়ে ছবি থাকলে অথবা খোলা স্থানে টাকা বা ছবি পড়ে থাকলে সেখানে ছালাত আদায় করা উচিত নয়। এর কারণ হলো রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যেখানে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না’ (ছহীহ বুখারী, হা/৫৯৪৯; ছহীহ মুসলিম, হা/২৬; মিশকাত, হা/৪৪৮৯)।
প্রশ্নকারী : নজরুল ইসলাম
ঠাকুরগাঁও।