কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : আমি একজন ফার্মাসিস্ট। আমার কাছে এসে অনেকে বাচ্চা নষ্ট করার ওষুধ চায়, এক্ষেত্রে আমি কী করতে পারি?

উত্তর : সৎকর্ম ও তাক্বওয়ার কাজেই কেবল সহযোগিতা করা যায়। অসৎকর্ম ও আল্লাহদ্রোহিতার কাজে সহযোগিতা করা জায়েয নয় (আল মায়েদা, ৫/২)। সুতরাং যে সকল বস্তু কেবল পাপকাজের জন্যই তৈরি করা হয়েছে, যার মধ্যে কল্যাণকর কোনো দিক নেই এসকল পণ্য বিক্রয় করা যাবে না। যেমন, ভ্রুণ নষ্ট করার ওষুধ, আত্মহত্যা করার ওষুধ, বিষ কিংবা যন্ত্র, মাদকদ্রব্য, কোনো উপকার নেই এমন কেমিক্যাল ইত্যাদি। ভ্রুণ নষ্ট করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এমর্মে মহান আল্লাহ বলেন, ‘দরিত্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না’ (আল-ইসরা, ১৭/৩১)। তিনি অন্যত্র বলেন, ‘যখন জীবন্ত পুঁতে-ফেলা কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে? (আত-তাকবীর, ৮১/৮-৯)।

প্রশ্নকারী : হাসিবুর রহমান

কোতোয়ালি, যশোর।

Magazine