উত্তর : ছহীহ হাদীছকে দুর্বল বা জাল হিসাবে প্রচার করার অর্থই হলো, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি মিথ্যারোপ করা। সুতরাং যারা এমন প্রচারের কাজে নিমজ্জিত তাদের স্থান জাহান্নাম। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয় (ছহীহ মুসলিম, হা/৩)। তবে যদি তদন্ত করার সময় বুঝের কম-বেশির কারণে এমনটি হয়ে যায় তাহলে সে গুনাহগার হবে না।
প্রশ্নকারী : চঞ্চল চৌধুরী
নারায়ণগঞ্জ সদর।