উত্তর : ছালাত পরিত্যাগ ও নেশাদার দ্রব্য গ্রহণ উভয়টি মহাপাপ। কিন্তু বিশুদ্ধ অন্তরে তওবা করলে আল্লাহ অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, ‘হে নবী! আপনি বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’ (আয-যুমার, ৩৯/৫৩)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তিতুল্য’ (ইবনু মাজাহ, হা/৪২৫০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘তওবা পূর্বের সবকিছু মিটিয়ে দেয় এবং ইসলাম গ্রহণ তার পূর্বের সবকিছু মিটিয়ে দেয়’ (ছহীহ মুসলিম, হা/১২১)। এমনকি তওবা করলে আল্লাহ পিছনের পাপগুলোকে নেকী দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ বলেন, ‘কিন্তু যারা তওবা করবে ও ঈমান আনবে এবং সৎকাজ করবে, আল্লাহ তাদের অন্যায়গুলো নেকী দিয়ে পরিবর্তন করে দিবেন’ (আল ফুরক্বান, ২৫/৭০)।
প্রশ্নকারী : তোফাজ্জল হোসেন
চাঁপাই নবাবগঞ্জ।