কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): আমার প্রশ্নটি হলো, আমি শুনেছি বায়তুল্লাহয় ছালাতের কোনো নিষিদ্ধ সময় নেই। হাদীছটি কি বিশুদ্ধ?

উত্তর: জি, বায়তুল্লাহয় ছালাতের নিষিদ্ধ কোনো সময়সীমা নেই। যেকোনো সময় সেখানে তাওয়াফ বা ছালাত আদায় করা যায়। জুবাইর ইবনু মুত্বইম রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে বনূ আবদে মানাফ! তোমরা দিন ও রাতের যে কোনো সময় এই ঘরের তাওয়াফ করতে এবং ছালাত আদায় করতে কাউকে নিষেধ করবে না’ (সুনানে নাসাঈ, হা/২৯২৪)।
প্রশ্নকার : যাহীন যামান
সেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা।

Magazine