উত্তর: মসজিদ আল্লাহর ঘর, যা ইবাদত ও আল্লাহর স্মরণের স্থান। তার সম্মান রক্ষা করে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর নিশ্চয় মসজিদসমূহ আল্লাহরই জন্য। কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না’ (আল-জিন, ৭২/১৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এটা হলো মসজিদ। এখানে প্রস্রাব করা কিংবা ময়লা-আবর্জনা ফেলা যায় না। বরং এটা হলো আল্লাহর যিকির করা, ছালাত আদায় করা এবং কুরআন পাঠ করার স্থান’ (ছহীহ মুসলিম, হা/২৮৫)। তাই মসজিদকে কোচিং সেন্টারের ন্যায় ব্যবহার করে কোচিং করানো বা সেখানে স্কুল-কলেজের বই প্রাইভেট পড়ানো বৈধ হবে না। কেননা মসজিদকে এ উদ্দেশ্যে তৈরি করা হয়নি।
প্রশ্নকারী: শাহিদুল ইসলাম
কালিহাতী, টাংগাইল।