কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): সূদী কর্মকাণ্ডের সাথে জড়িত কোনো ব্যক্তি যদি তার পদোন্নতির জন্য দু‘আ চাই, তাহলে কি তার জন্য দু‘আ করা যাবে?

উত্তর: সূদী কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তির পদোন্নতির জন্য দু‘আ করা বৈধ নয়। কেননা সূদী কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদেরকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন। আব্দুল্লাহ বিন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদখোর, সূদদাতা, সূদের সাক্ষী, এবং সূদের লেখক সকলের প্রতি লা‘নত করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। এমনকি সূদখোরের সাথে আল্লাহ তাআলা স্বয়ং যুদ্ধের ঘোষণা দিয়েছেন (আল-বাকারা, ২/২৭৯); যা সূদখোর ব্যতীত আর কারো ব্যাপারে দেননি। সুতরাং এমন গর্হিত কাজের পদোন্নতির জন্য দু‘আ করা ইসলামের বিরুদ্ধে দু‘আ করার নামান্তর; যা কখনই শারীআহ সমর্থিত নয়। পক্ষান্তরে সূদী কর্মকাণ্ড থেকে ফিরে আসার জন্য নিজের সাধ্যানুযায়ী তাকে উপদেশ দেওয়া ও তার জন্য দু‘আ করা মুসলিম হিসেবে অন্যতম দায়িত্ব।

প্রশ্নকারী : আতিকুর রহমান

বাগমারা, রাজশাহী।


Magazine