কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): শুনেছি যে, ওযূ করার পর সেই পানি না মুছে ফেলা পর্যন্ত নাকি বান্দার পাপ ঝরতে থাকে। এমনকি শেষ ফোঁটা পর্যন্ত নাকি বান্দার পাপ ঝরতে থাকে, শরীআতে এমন কোনো কথা আছে কি?

উত্তর: না, ওযূর পর শরীরের লেগে থাকা পানি না মুছা পর্যন্ত পাপ ঝরতে থাকার ধারণাটি সঠিক নয়। বরং হাদীছে এসেছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো মুসলিম কিংবা মুমিন বান্দা ওযূর সময় যখন মুখমণ্ডল ধুয়ে ফেলে, তখন তার চোখ দিয়ে অর্জিত গুনাহ পানির সাথে অথবা (তিনি বলেছেন) পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায় এবং যখন সে দুটি হাত ধৌত করে, তখন তার দুই হাতের স্পর্শের মাধ্যমে সব গুনাহ পানির অথবা পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। অতঃপর যখন সে পা দুটি ধৌত করে, তখন তার দুই পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত সব গুনাহ পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়, এমনকি সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে যায়’ (ছহীহ মুসলিম, হা/২৪৪)। এজন্য ওযূ শেষে পানি মুছে ফেলা বা না ফেলা মুমিনের ব্যক্তিগত ব্যাপার।

প্রশ্নকারী : গোলাম আজম

মিরপুর ক্যান্টনমেন্ট।

Magazine