উত্তর : ঋতুবতী মহিলা বা অন্য যে কোনো ব্যক্তি অপবিত্র অবস্থায় মারা গেলে তাকে সাধারণ মৃতের গোসলের ন্যায় একটি গোসল দিতে হবে। তবে অপবিত্র অবস্থায় শাহাদাতবরণকারী শহীদের গোসল দিতে হবে না (ফিক্বহুস সুন্নাহ, ১/৩৩৩)।
প্রশ্নকারী : আকীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।