কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : কবর পাকা করে তার দেয়ালে মৃত ব্যক্তির নাম-ঠিকানা লেখা যাবে কি?

উত্তর : কবর পাকা ও চুনকাম করা, সমাধি সৌধ নির্মাণ করা, গায়ে নাম-ঠিকানা লেখা, কবরের উপরে বসা, কবরের দিকে ফিরে ছালাত আদায় করা সবই নিষিদ্ধ। জাবির রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, কবর পাকা করতে, তার উপর কোনো কিছু লিখতে বা কিছু নির্মাণ করতে এবং তা পদদলিত করতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৬৯-৯৭২; তিরমিযী, হা/১০৫২)।

তবে পাথর বা কোনো কিছু দিয়ে চিহ্নিত করে রাখা যায়। আল মুত্তালিব রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, উছমান ইবনু মাযঊন রযিয়াল্লাহু আনহু মারা গেলে তার লাশ আনা হলো, তারপর লাশ দাফন করা হলো। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তাঁর কাছে একটি পাথর নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। কিন্তু লোকটি তা বহন করতে অক্ষম হলো। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাথরটির কাছে গেলেন এবং নিজের জামার আস্তিন গোটালেন। বর্ণনাকারী কাছীর রহিমাহুল্লাহ বলেন, আল মুত্তালিব বললেন, আমাকে যে ব্যক্তি এ ঘটনা অবহিত করেছেন তিনি বললেন, আমি যেন এখনও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাহুদ্বয়ের শুভ্রতা দেখতে পাচ্ছি যখন তিনি তাঁর জামার আস্তিন গুটিয়েছিলেন। অতঃপর তিনি পাথরটি দুই হাতে তুলে এনে (উছমান ইবনু মাযঊনের) শিয়রে রাখেন। অতঃপর তিনি বললেন, ‘এর দ্বারা আমি আমার ভাইয়ের কবর চিনতে পারব এবং আমার পরিবারের কেউ মারা গেলে তার কাছে দাফন করব’ (আবূ দাঊদ, হা/৩২০৬)।

প্রশ্নকারী : জুয়েল রানা

রাজশাহী।


Magazine