কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : আমি একজন ছহীহ আক্বীদার মেয়েকে বিবাহ করতে চাই। কিন্তু আমার এলাকার প্রায় ৯৫% দ্বীনদার লোকই কোনো না কোনো পীরের মুরিদ এবং তাদের আক্বীদা মারাত্মক। অন্যদিকে আমার অভিভাবকগণ অন্য এলাকায় বিয়ে দিতে রাজি না। এক্ষেত্রে আমার করণীয় কী?

উত্তর : যদি পীর ও মুরিদদের আক্বীদা শরীআতের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এধরনের আক্বীদা পোষণকারী সমাজে বিবাহ করা থেকে বিরত থাকতে হবে এবং ছহীহ আক্বীদার কোনো দ্বীনদার সৎ মেয়েকে বিবাহ করতে হবে। যদিও তা পরিবার থেকে দূরের কোনো এলাকায় হয়। এ এক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা আবশ্যক নয়। কেননা মহান আল্লাহ বলেন, ‘যদি তারা তোমাকে আমার সাথে শিরক করার জন্য পিড়াপিড়ি করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, তাহলে তুমি তাদের আনুগত্য করো না’ (আল-আনক্বাবূত, ২৯/৮)। তবে পিতামাতাকে ‍বিষয়টি বুঝানোর চেষ্টা করতে হবে। এজন্য তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। সে দিকে লক্ষ্য রাখতে হবে। নাওয়াস ইবনু সামআন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর নাফরমানিতে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না’ (মুসনাদে আহমাদ, হা/১০৯৫; মিশকাত, হা/৩৬৯৬)।

প্রশ্নকারী : মো. মিরাজুল ইসলাম

গলাচিপা, পটুয়াখালী


Magazine