কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): যোহরের পূর্বের চার রাকআত সুন্নাত ছালাত কীভাবে পড়তে হয়? দুই দুই রাকআত করে নাকি একসাথে চার রাকআত?

উত্তর‌: যেকোনো সুন্নাত ছালাত দুই দুই রাকআত করে পড়তে হবে; একসাথে চার রাকআত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, صَلاَةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى ‘রাতের এবং দিনের ছালাত দুই দুই রাকআত করে’ (আবূ দাঊদ, হা/১২৯৫; মুসনাদে আহমাদ, হা/৪৭৯১; মুসনাদে দারেমী, হা/১৪৯৯)। আর চার রাকআত একসাথে পড়া যায় মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা হলো, ‘যোহরের পূর্বে চার রাকআত যা সালাম না ফিরিয়ে একসাথে পড়া হয়, তার জন্য আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়’ (আবূ দাঊদ, হা/১২৭০)। অত্র হাদীছের ‘যা সালাম না ফিরিয়ে একসাথে পড়া হয়’ এ অংশটুকু যঈফ।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।


Magazine