কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : আমি কম্পিউটারের ব্যবসা করতাম, আর অডিওওভিডিও গানএবংছায়াছবি দিয়ে মেমোরিতে লোডকরতাম। পরে এ ব্যবসা করা হারাম জানতে পেরে তা ছেড়ে দিয়েছি। তবে ঐ ব্যবসারটাকা দিয়ে যে পরিধেয় জামা, কাপড়সহ নানা বস্তু ক্রয় করেছিলাম তাও কি পরিহার করতে হবে?

উত্তর : হারাম উপার্জন দিয়ে ক্রয়কৃত খাদ্য-খাবার ও পোশাক-পরিচ্ছদ শরীরে থাকলে কোনো ইবাদত কবুল হয় না (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)। হারাম পন্থায় উপার্জিত সম্পদ যদি ‘হাক্কুল ইবাদ তথা মানুষের পাওনা’ না হয় তাহলে আল্লাহর কাছে খালেছ অন্তরে তওবা করলে এবং পুনরায় সেই পাপে ফিরে না যাওয়ার অঙ্গীকার করলে উক্ত সম্পদ দিয়ে ক্রয়কৃত পোশাক-পরিচ্ছদ পরিহার করা জরুরী নয়। মহান আল্লাহ বলেন, ‘আর আল্লাহ ক্রয়-বিক্রয়কে বৈধ করেছেন এবং সূদকে করেছেন হারাম। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, তাহলে পূর্বে যা হয়ে গেছে, তা তারই থাকবে এবং তার বিষয়টি আল্লাহর যিম্মায় থাকবে। পক্ষান্তরে যারা পুনরায় সূদের কারবারে ফিরে যাবে, তারাই জাহান্নামে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে’ (আল-বাক্বারা, ২/২৭৫)।

প্রশ্নকারী : রাকিব হাসান

হোসেনপুর, কিশোরগঞ্জ।


Magazine