কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : ভবিষ্যতের জন্য সেভিংস একাউন্টে টাকা জমা করা যাবে কি?

উত্তর : ব্যাংকে টাকা জমা রাখার মাধ্যমে যদি সেখান থেকে সূদ আসে তাহলে টাকা জমা রাখা যাবে না। সেটা যেকোনো ধরনের একাউন্ট হোক না কেন। তবে একাউন্ট যদি সূদমুক্ত করা হয় এবং সেখান থেকে ব্যক্তি কোনো লভ্যাংশ গ্রহণ না করে তাহলে টাকা জমা রাখতে পারে। উল্লেখ্য, জমি এবং স্বর্ণ এমন দুটি বস্তু যা কিনে রাখলে মূল্যস্ফীতির মাধ্যমে মানুষের টাকা কমার আশংকা থাকে না। আল্লাহ বলেন, ‘আল্লাহ ব্যবসাকে বৈধ ও সূদকে অবৈধ করেছেন’ (আল বাকারা, ২/২৭৫)।

প্রশ্নকারী : জাহিদুল ইসলাম

পাবনা।


Magazine