উত্তর: এক্ষেত্রে কর্তব্য হবে, যারা মসজিদে ছালাত আদায় করে, তারাই ইমাম মুয়াযযিনের বেতনের ব্যবস্থা করবে এবং আল্লাহর ওপর ভরসা করবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ করে দিবেন’ (আত-তালাক, ৬৫/২)। আর যারা মসজিদে ছালাত আদায় করে না, তাদের থেকে কোনো চাঁদা চাইবে না। তবে যদি তারা স্বেচ্ছায় দেয়, তাহলে ভিন্ন কথা। কিন্তু জোরপূর্বক তাদের থেকে চাঁদা নেওয়া যাবে না। কেননা মুসলিম-অমুসলিম সকলের সম্পদের ক্ষেত্রেই আসল হলো, সন্তুষ্টি ছাড়া তাদের সম্পদ নেওয়া হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমরা পরস্পর রাযী হয়ে ব্যবসা করা বৈধ এবং নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু’ (আন-নিসা, ৪/২৯)।
প্রশ্নকারী : মো. সেকেন্দার আলী
বাগমারা, রাজশাহী।