কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): এক সাথে তিন তালাক দিলে এক তালাক হয় এবং তিন মাসের মধ্যে ফিরিয়ে আনার সুযোগ থাকে। রাজাআত করার সুযোগ কি তিন মাস নাকি তিন মাসিক হয়? কারণ অনেক মেয়ের তিন মাসের কম সময় লাগে আবার যাদের অনিয়মিত মাসিক তাদের তিন মাসের অধিক সময় ৬/৭ মাস এর কম বা বেশি লাগে, তাহলে ইদ্দত পালন ও ফিরিয়ে নেওয়ার সময় কোনটা হবে?

উত্তর: তিন মাস নয়, মূলত তিন পবিত্রতা। তবে অনেক সময় তাদের বিষয়টি অস্পষ্ট থাকার কারণে পবিত্রতাকে ৩ মাস বা ৯০ দিন ধরে নেওয়া হয়েছে। তাই তালাকের পর তিন হায়েয বা মাসিকের মাঝে স্বামী বিবাহ ছাড়াই স্ত্রীকে ফেরত নেওয়ার সুযোগ থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত অপেক্ষায় থাকবে’ (আল-বাকারা, ২/২২৮)। তিন মাসিক বা পিরিয়ড পূর্ণ হতে তিন মাসের কম বা বেশি যে সময়ই প্রয়োজন হোক না কেন তা পূর্ণ করতে হবে। তাই তৃতীয় হায়েয থেকে গোসল করার আগ পর্যন্ত স্ত্রীকে ফেরত নেওয়া যাবে (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/১০৯৮৩)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক



Magazine