কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): শিশুর কপালে টিপ দেওয়া যাবে কি? এটা কি শিরক?

উত্তর: সমাজে প্রচলিত বিশ্বাস হলো, বদনজর থেকে বা কুদৃষ্টি থেকে বাচ্চাকে রক্ষার জন্য ছোট বাচ্চাদের কপালের একপাশে আঙুল দিয়ে কালো টিপ এঁকে দেওয়া হয়। এই বিশ্বাস থেকে কপালে টিপ দেওয়া যাবে না। এটি একটি সামাজিক কুসংস্কার। এই বিশ্বাসে টিপ দিলে তা শিরক হবে। বরং বদনজর থেকে বাঁচার জন্য নিম্নোক্ত দু‘আটি বলতে হবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাযিয়াল্লাহু আনহুমা-এর জন্য নিম্নোক্ত দু‘আ পড়ে পানাহ চাইতেন আর বলতেন, ‘তোমাদের পিতা ইবরাহীম আলাইহিস সালাম ইসমাঈল ও ইসহাক আলাইহিমাস সালাম-এর জন্য এ দু‘আ পড়ে পানাহ চাইতেন, أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি’ (ছহীহ বুখারী, হা/৩৩৭১)। তবে সৌন্দর্যের জন্য দেওয়া যায়।

প্রশ্নকারী: আব্দুর রহমান

মিরপুর-১, ঢাকা।


Magazine