কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): আমার দাড়ি খুব ঘন। ওযূর সময় ভেতরের চামড়া পর্যন্ত কি পানি দিয়ে ধৌত করতে হবে? নাকি দাড়ির উপরের অংশে ধৌত করলেই হবে?

উত্তর: দাড়ি ঘন হলেও গোড়ায় পানি পৌঁছাতে হবে। ওযূর সময় এক অঞ্জলি পানি নিয়ে দাড়িতে খিলাল করতে হবে। আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযূ করতেন, তখন এক অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে রেখে দাড়ি খিলাল করতেন আর বলতেন, ‘আমার রব আমাকে এমনটি করার আদেশ করছেন’ (আবূ দাঊদ, হা/১৪৫; মিশকাতুল মাছাবীহ, হা/৪০৮)।
প্রশ্নকার : আহমেদ
চাঁপাই নবাবগঞ্জ।
Magazine