কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : মানুষকে সাহারীর সময় জাগানোর জন্য মাইকে গযল গাওয়া, কুরআন তেলাওয়াত করা, বক্তব্য দেওয়া ও সাইরেন বাজানো যাবে কি?

উত্তর : সাহারীর সময় মানুষকে জাগানোর নামে মাইকে গযল গাওয়া, কুরআন তেলাওয়াত করা, বক্তব্য দেওয়া ও সাইরেন বাজানো ইত্যাদির শারঈ কোনো ভিত্তি নেই। এগুলো সবই বিদআতী কার্যক্রম (ফাতহুল বারী, হা/৬২২-৬২৩-এর ব্যাখ্যা দ্র., ২/১২৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে সাহরী ও তাহাজ্জুদের জন্য আযান দেওয়া হতো। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয় বেলাল গভীর রাতে আযান দেয় অতএব তোমরা খাও ও পান করো যতক্ষণ না উম্মে মাকতূম আযান দেয় (ছহীহ বুখারী, হা/৭২৪৮)। আবদুল্লাহ‌ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বেলালের আযান যেন তোমাদের কাউকে সাহারী খাওয়া থেকে বিরত না রাখে। কেননা, সে রাত থাকতে আযান দেয় যেন তোমাদের মধ্যে তাহাজ্জুদ আদায়কারীগণ ফিরে যায় এবং ঘুমন্তদের জাগিয়ে দেয়’ (ছহীহ বুখারী, হা/৬২১)। অতএব বিদআতী পন্থা পরিত্যাগ করে সুন্নাতের উপর আমল করতে হবে।

কামরুল হাসান

মোহনপুর, রাজশাহী।


Magazine