কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : কুরআন ও হাদীছের ব্যাখ্যানুসারে তওবা কাকে বলে?

উত্তরতওবা শব্দের আবিধানিক অর্থ হলো: প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আর শরীআতের পরিভাষায় তওবা হলো: গুনাহ ছেড়ে দিয়ে নেকীর কাজের দিকে প্রত্যাবর্তন করা। মহান আল্লাহ বলেন, ‘হে মু’মিনগণ! তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হতে পার’ (আন-নূর, ২৪/৩১)। তিনি আরো বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, আর অনুশোচনাভরে তাঁর দিকেই ফিরে এসো (হূদ, ১১/৩)। তিনি আরো বলেন, ‘হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা কর, খাঁটি তওবা’ (আত-তাহরীম, ৫৫/৮)। উল্লেখিত আয়াত ও অন্যান্য হাদীছ দ্বারা বুঝা যায় যে, তওবা কবূলের জন্য তিনটি শর্ত রয়েছে- ১. পাপ সম্পূর্ণভাবে বর্জন করা ২. পূর্বকৃত পাপের জন্য অনুতপ্ত ও লজ্জিত হওয়া ৩. ঐ পাপ দ্বিতীয়বার না করার দৃঢ় সংকল্প করা। সুতরাং কেউ একনিষ্ট চিত্তে অনুশোচনাভরে কোনো পাপ বর্জন করে আল্লাহর নিকট যদি তওবা করে, তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন। ইনশা-আল্লাহ!

প্রশ্নকারী : ফারুক

রাজশাহী।


Magazine