উত্তর : মানুষ মারা যাওয়ার পর সে তার কৃতকর্মের প্রতিফল পেয়ে যায়, বিধায় তাকে গালিগালাজ করা কিংবা তার দোষ-ত্রুটি আলোচনা করা জায়েয নয়। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মৃতদের গালি দিয়ো না। কারণ তারা তাদের কৃতকর্মের কাছে পৌঁছে গেছে’ (ছহীহ বুখারী, হা/১৩৯৩; মিশকাত, হা/১৬৬৪)। তবে মৃত ব্যক্তি যদি অন্যায়ভাবে কারও মাল আত্মসাৎ করে থাকে বা কোনো মানুষের অধিকার নষ্ট করে থাকে, তাহলে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে তার কৃত অন্যায়ের কথা প্রকাশ করাতে শারঈ কোনো বাধা নেই। কেননা রাসূলুল্লাহ লাশকে সামনে রেখে তার ঋণের কথা জিজ্ঞাসা করেছেন (ছহীহ বুখারী, হা/২২৮৯; মিশকাত, হা/২৯০৯)।
প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।