কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : চল্লিশ দিন তাকবীরে উলার সাথে ছালাত আদায়ের কোনো ফযীলত আছে কি?

উত্তর : এতে দুই ধরনের ফযীলত আছে। যথা- (১) জাহান্নাম থেকে মুক্তি ও (২) মুনাফিক্বী থেকে মুক্তি। আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিন তাকবীরে উলার সাথে আল্লাহর জন্য জামাআতে ছালাত আদায় করে, তার জন্য দুটি মুক্তি বরাদ্দ করা হয়। তা হলো জাহান্নাম থেকে মুক্তি ও মুনাফিক্বী থেকে মুক্তি’ (তিরমিযী, হা/২৪১; সিলসিলা ছহীহা, হা/১৯৭৯)।

প্রশ্নকারী : সিরাজুল ইসলাম

নারায়ণগঞ্জ।


Magazine