কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : আযানের সময় শ্রবণকারীরা কথা বলতে পারে কি?।

উত্তর : যরূরী প্রয়োজন ছাড়া আযানের সময় কথা না বলে তার জওয়াব দেওয়াই উত্তম। কেননা এ সময় কথা-বার্তায় মাশগূল থাকলে আযানের জওয়াব প্রদানে ব্যাঘাত ঘটতে পারে। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল ‘আছ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মুওয়াযযিনকে আযান দিতে শুনবে, তখন তার জওয়াবে বল মুওয়াযযিন যা বলে। অতঃপর আমার উপর দরূদ পড়। কেননা যে আমার উপর একবার দরূদ পড়ে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন। তারপর আমার জন্য আল্লাহর নিকট ‘অসীলা’ প্রার্থনা করো। আর তা হচ্ছে জান্নাতের একটি উচ্চ মর্যাদাসম্পন্ন স্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে মাত্র একজন বান্দার জন্য উপযোগী। আমি আশা করি আমিই সেই বান্দা। অতএব যে ব্যক্তি আমার জন্য ‘অসীলা’ চাইবে তার জন্য আমার শাফা‘আত যরূরী হয়ে যাবে (ছহীহ মুসলিম, হা/৩৮৪; আবুদাঊদ, হা/৫২৩; তিরমিযী, হা/৩৬১৪; মিশকাত, হা/৬৫৭)। অপর বর্ণনায় আছে, যে ব্যক্তি অন্তর থেকে আযানের বাক্যগুলো পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে (ছহীহ মুসলিম, হা/৩৮৫; মিশকাত, হা/৬৫৮)।

প্রশ্নকারী : রাজিবুল ইসলাম

 জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine