উত্তর : না, যাকাতের টাকা মসজিদে দেওয়া সঠিক হবে না। কেননা যাকাতের জন্য আল্লাহ তাআলা যে আট শ্রেণির কথা কুরআনে উল্লেখ করেছেন, সেটা ছাড়া অন্য কোনো খাতে যাকাত প্রদান করা জায়েয নয়। কেননা আল্লাহ তাআলা আয়াতেإِنَّمَا অব্যয় দ্বারা যাকাত প্রদানের খাতকে আট শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ করেছেন। তিনি বলেন, ‘যাকাত তো হচ্ছে শুধুমাত্র গরীবদের এবং অভাবগ্রস্তদের আর এ যাকাত আদায়ের জন্য নিযুক্ত কর্মচারীদের এবং ইসলামের প্রতি তাদের (কাফেরদের) হৃদয় আকৃষ্ট করতে, ঋণ পরিশোধে, আল্লাহর পথে জিহাদে আর মুসাফিরদের সাহায্যে। এ বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়’ (আত-তাওবা, ৯/৬০)। এই আয়াতে মসজিদের কথা উল্লেখ করা হয়নি। সুতরাং তা মসজিদ নির্মাণের কাজে খরচ করা জায়েয হবে না।
প্রশ্নকারী : এনায়েন হোসেন
পাবনা।