কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): একজন ছালাতরত ব্যক্তির সামনে সুতরা রেখে তার সামনে দিয়ে যাওয়া যাবে কি?

উত্তর: সুতরার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের যে কেউ ছালাত আদায় করতে চাইলে যেন সুতরা সামনে রেখে ছালাত পড়ে এবং তার নিকটবর্তী হয়। সে যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয়। অতএব, যদি কেউ সামনে দিয়ে অতিক্রম করে, তাহলে সে যেন তার সাথে লড়াই করে। কারণ সে একটা শয়তান’ (ইবনু মাজাহ, হা/৯৫৪)। অত্র হাদীছ থেকে বুঝা যায়, মুছল্লী নিজেই তার সামনে সুতরা দিয়ে ছালাত আদায় করবে। অন্য কেউ তার সামনে সুতরা দিয়ে চলে যাওয়ার কোনো প্রমাণ নেই। এছাড়া মসজিদে সুতরার ব্যবহারেরও কোনো দলীল নেই। বর্তমানে বিভিন্ন মসজিদে যে সুতরাগুলো রাখা হয় এবং সেগুলোর ব্যবহার হয়, এর কোনো ভিত্তি নেই। মুছল্লী সুতরা গ্রহণ না করলে তার সিজদার জায়গা থেকে এক ছাগল চলাচলের জায়গা বাদ দিয়ে অর্থাৎ আনুমনিক চার হাত স্থান বাদ দিয়ে, তৎপরবর্তী স্থান দিয়ে চলাচল করতে পারে (ছহীহ বুখারী, হা/৪৯৬; ছহীহ মুসলিম, হা/৫০৮)।

প্রশ্নকারী : মিজানুর রহমান ভূইয়াঁ

ময়মনসিংহ সেনানিবাস।

Magazine