কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : জামাআতে ছালাত আদায়ের সময় আমার আগেই যদি ইমাম সাহেবের সূরা ফাতেহা পড়া শেষ হয়ে যায় ও আমীন বলে তাহলে আমি কী করব। ইমামের সাথে আমীন বলব, না-কি আমি সূরা ফাতেহা শেষ করে আমীন বলব? যদি ইমামের সাথেই আমীন বলি তাহলে আমাকে কি পুনরায় সূরা ফাতেহা পড়তে হবে?

উত্তর : জামাআতে ছালাত আদায় করলে ইমাম যে অবস্থায় থাকবে সেটাই আমল করবে। ইমাম যদি সূরা ফাতেহা আগে পড়ে নেয় তাহলে ইমামের সাথে সাথে আমীন বলতে হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন ‘গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালায যল্লীন’ বলবেন, তখন তোমরা ‘আমীন’ বলো। কারণ যার আমীন ফেরেশতাদের আমীনের সাথে মিলে যাবে, তার পূর্বের সকল পাপ ক্ষমা হয়ে যাবে’ (ছহীহ বুখারী, হা/৭৮২)। আর যদি সূরা ফাতেহা শেষ না হয় তাহলে ছুটে যাওয়ার কারণে পুনরায় সূরা ফাতেহা পড়তে হবে। আলী ও মুআয ইবনু জাবাল রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তারা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো লোক যখন জামাআতের ছালাতে শরীক হওয়ার জন্য আসবে তখন ইমাম যে অবস্থায় থাকবে ও যে কাজ করবে সেও সে কাজ করবে (তিরমিযী, হা/৫৯১; ছহীহ আল-জামি, হা/২৬১; মিশকাত, হা/১১৪২)।

-হারুন-আর-রশীদ

ভুয়াপুর, টাঙ্গাঈল।

Magazine