কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য কী কী গুণাবলি থাকা প্রয়োজন?

উত্তর: সদাচরণের মাধ্যমে জান্নাতুল ফিরদাউস পাওয়া যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের যিম্মাদার হব’ (আবূ দাঊদ, হা/৪৮০০)। এছাড়া যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তা হলো- (১) মুমিন হওয়া, (২) ছালাতে খুশূখুযূ থাকা, (৩) অসার কথাবার্তা এড়িয়ে চলা, (৪) যাকাত দেওয়া, (৫) সচ্চরিত্রবান হওয়া, (৬) সীমালংঘনকারী গুনাহসমূহে লিপ্ত না হওয়া, (৭) নিজের জন্য বৈধ কেবল এমন মানুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া, (৮) আমানত রক্ষা করা, (৯) ওয়াদা পূর্ণ করা, (১০) ছালাতে যত্নবান হওয়া, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ‘তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, যাতে তারা চিরস্থায়ী হবে’ (আল-মুমিনূন, ২৩/১-১১)। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা আল্লাহর নিকট চাইলে ফিরদাউস চাইবে। কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত’ (ছহীহ বুখারী, হা/২৭৯০)। উক্ত হাদীছের প্রতি লক্ষ্য করে জান্নাতুল ফিরদাউসের জন্য এভাবে দু‘আ করা যায়- اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ الْفِرْدَوْسَ أَعْلَى الْجَنَّة ‘হে আল্লাহ, আমি আপনার কাছে সুউচ্চ জান্নাতুল ফিরদাউস কামনা করি’।


Magazine