কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : আমার স্ত্রী ঋতু থেকে পবিত্র হওয়ার সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। পবিত্র হওয়ার আলামত প্রকাশ পাওয়ার পর আবার দু’একদিন পর অন্য কালারেরক্ত দেখা যায়। এমতাবস্থায় করণীয় কী?

উত্তর: ঋতুর স্বাভাবিক সময় পর তা থেকে পবিত্র হওয়ার দু’একদিন পর যদি আবার রক্ত দেখা যায়, তাহলে সেটা রোগজনিত কিংবা অন্য কোনো রক্ত। হায়েযের রক্ত নয়। তাই এই রক্ত ধুয়ে ফেলে ছালাত, ছিয়াম, বায়তুল্লাহর তওয়াফ, স্ত্রী সহবাসসহ সকল কাজ করতে পারবে (লাজনা দায়েমা, ৫/৩৮৮)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।


Magazine