কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরূদ পাঠ করার ফযীলত কী?

উত্তর: রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর ছালাত পাঠ আল্লাহর আদেশ। তিনি বলেন, ‘নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন এবং তাঁর ফেরেশতাগণ নবীর জন্য দুআ-ইসতেগফার করেন। হে ঈমানদারগণ! তোমরাও নবীর উপর ছালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও’ (আল-আহযাব, ৩৩/৫৬)। আর এ ব্যাপারে ছহীহ হাদীছে অনেক ফযীলত বর্ণিত রয়েছে, যেমন- রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আমার উপর একবার ছালাত পাঠ করে আল্লাহ তার প্রতি দশ বার রহমত বর্ষণ করেন, তার দশটি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা দশ ধাপ বৃদ্ধি করেন’ (নাসাঈ, হা/১২৯৭, ছহীহ)। হাদীছে কুদসীতে আছে যে, আল্লাহ তাআলা বলেছেন, ‘যে আপনার প্রতি ছালাত পাঠ করে, আমি তার প্রতি রহমত বর্ষণ করি; যে আপনার প্রতি সালাম প্রেরণ করে, আমি তাকে শান্তি দান করি’ (মুসনাদে আহমাদ, হা/ ১৬৬২, হাসান)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ‘যে ব্যক্তি আমার জন্য যত ছালাত পাঠ করবে, ফেরেশতা তার জন্য তত ক্ষমা প্রার্থনা করতে থাকবেন। সুতরাং বান্দা চায় তা কম করুক বা বেশি করুক’ (মুসনাদে আহমাদ, হা/১৫৬৮০, হাসান)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ‘যে আমার প্রতি যত বেশি ছালাত পাঠ করবে, সে (জান্নাতে) মর্যাদার দিক দিয়ে আমার তত নিকটবর্তী হবে’ (সুনানুল কুবরা, হা/৫৯৯৫, হাসান)।

প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ

হড়গ্রাম, রাজশাহী।


Magazine