কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): ফরয ছালাতের সময় কেউ অসুস্থ হলে কী করব? ছালাত ছেড়ে দিব নাকি ছালাত শেষ করব?

উত্তর: ছালাত চলাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে অন্য মুছল্লীর জন্য জরুরী হলো, তাকে সরিয়ে নিয়ে সেবা-শুশ্রূষার ব্যবস্থা করা। কেননা শরীআতের অন্যতম মৌলিক উদ্দেশ্য হলো, حفظ النفس তথা জীবন রক্ষা করা। একারণে ছালাতরত অবস্থায় ক্ষতিকর প্রাণী সাপ দেখা গেলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত ছেড়ে সাপ ও বিচ্ছু মারার নির্দেশ দিয়েছেন (আবূ দাঊদ, হা/৯২১; তিরমিযী, হা/৩৯০)।

প্রশ্নকারী : বদরুদ্দোজা

কাজুলিয়া, গোপালগঞ্জ।


Magazine