কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): ছালাতে প্রথম রাকআতে সূরা ফাতিহার পরে ছোট সূরা আর দ্বিতীয় রাকআতে বড় সূরা পড়লে ছালাত হবে কি?

উত্তর: ছালাতে প্রথম রাকআতে কিরাআত দীর্ঘ করা এবং দ্বিতীয় রাকআতে প্রথম রাকআতের তুলনায় সংক্ষিপ্ত করাই সুন্নাত। আবূ ক্বাতাদা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সঙ্গে আরও দুটি সূরা পাঠ করতেন। প্রথম রাকআতে দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকআত সংক্ষেপ করতেন। কখনো কোনো আয়াত শুনিয়ে পড়তেন। আছরের ছালাতেও তিনি সূরা ফাতিহার সাথে অন্য দুটি সূরা পড়তেন। প্রথম রাকআত দীর্ঘ করতেন। ফজরের প্রথম রাকআতও তিনি দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকআতে সংক্ষেপ করতেন (ছহীহ বুখারী, হা/৭৫৯)। তবে যদি কেউ দ্বিতীয় রাকআতে প্রথম রাকআতের তুলনায় লম্বা কিরাআত করে, তবে তার ছালাত শুদ্ধ হবে। কেননা তা ছালাত শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআ ও ঈদের ছালাতে প্রথম রাকআতে সূরা আ‘লা পড়তেন ও দ্বিতীয় রাকআতে সূরা গাশিয়াহ পড়তেন। অথচ সূরা গাশিয়াহ সূরা আ‘লার থেকে ছোট।

প্রশ্নকারী :  বাদল সরকার

কিশোরগঞ্জ সদর।


Magazine