উত্তর : শ^শুর-শাশুড়ির সেবা করা পুত্রবধুর জন্য অবশ্য কর্তব্য। আবু ক্বাতাদাহ রাযিয়াল্লাহু আনহু তার পুত্রবধুর কাছে গেলে তিনি তাকে ওযূ করার জন্য পানি এগিয়ে দিয়েছিলেন (আবুদাঊদ, হা/৭৫; তিরমিযী, হা/৯২; মিশকাত, হা/৪৮২)।
প্রশ্নকারী : শু‘আইব
কাতলাসেন, ময়মনসিংহ।
