উত্তর: নফল ছালাত আদায়কারীর পিছনে ফরয ছালাত আদায় করা যায়। জাবের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মুআয ইবনু জাবাল রাযিয়াল্লাহু আনহু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ফরয ছালাত আদায় করতেন। তারপর নিজ সম্প্রদায়ের নিকট এসে তাদের ছালাতের ইমামতি করতেন (ছহীহ বুখারী, হা/৭০১, ৭১১; ছহীহ মুসলিম, হা/৪৬৫)। অত্র হাদীছে প্রমাণিত হয় যে, নফল ছালাত আদায়কারীর পিছনে ফরয ছালাত আদায় করা যায়।
প্রশ্নকারী : আনোয়ারুল হক
ঢাকা।