কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : মোহর পরিশোধের পূর্বে স্ত্রী মারা গেলে তার মোহরানার অর্থ কি মসজিদ বা মাদরাসায় দান করা যাবে?

উত্তর : না, তার মোহরানার সম্পদ মসজিদ বা মাদরাসাতে দান করা যাবে না। বরং এই অর্থ সেই মহিলার উত্তরাধিকারীদের মাঝে বণ্টন করতে হবে। অর্থাৎ তার উত্তরাধিকারী হিসেবে তার ছেলে-মেয়ে ও পিতা-মাতা থাকলে তাদেরকে দিতে হবে (আন-নিসা, ৪/১১)। সেই অর্থ বণ্টিত হওয়ার পরে তারা যদি মসজিদ বা মাদরাসাতে দিত চায়, তাহলে তাতে কোনো সমস্যা নেই।

প্রশ্নকারী : আরমান আলী

ঢাকা।


Magazine