কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : স্বেচ্ছায় কেউ জামাআতে ছালাত আদায় না করলে তার হুকুম কী?

উত্তর : জামাআতে ছালাত আদায় করা একটি গুরুত্বপূর্ণ ও তাকীদপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা তার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যুদ্ধের সময়েও জামাআতে ছালাত আদায় করার আদেশ করেছেন (আন-নিসা, ৪/১০২)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা ওযরে জামাআত থেকে পিছিয়ে থাকা ব্যক্তিদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন (ছহীহ বুখারী, হা/৬৫৭, ছহীহ মুসলিম, হা/৬৫১)। আবার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে স্পষ্ট মুনাফিকরা ছাড়া জামাআত থেকে কেউই পিছিয়ে থাকত না (ছহীহ মুসলিম, হা/৬৫৪)। এই বর্ণনাগুলো প্রমাণ করে যে, বিনা ওযরে জামাআত ত্যাগ করা জায়েয নয়। কোনো ব্যক্তি বিনা ওযরে জামাআত ত্যাগ করলে সে গুনাহগার হবে এবং একাকী ছালাত আদায় করলে তার নেকী কম হবে।

প্রশ্নকারী : নাছরুল্লাহ

নওগাঁ সদর, নওগাঁ।


Magazine