কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): কবরস্থানে জুতা পরে যাওয়া যাবে কি?

উত্তর: জুতা-স্যান্ডেল পায়ে থাকা অবস্থায় কবরের ওপর দিয়ে বা দুই কবরের মাঝ দিয়ে হাঁটা নিষেধ। বাশীর রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কবরের পাশ দিয়ে গমনকালে বলেন, ‘এরা অধিক কল্যাণ অর্জন করেছে’। ইত্যবসরে তিনি দেখতে পান যে, জনৈক ব্যক্তি দুপায়ে জুতা দিয়ে কবরস্থানের মাঝে হাঁটছে তখন তিনি তাকে বললেন, ‘হে দুই পায়ে জুতা পরিহিত ব্যক্তি! তোমার জন্য আফসোস! তুমি পায়ের জুতা দুটি খুলে ফেল’ (আবূ দাঊদ, হা/৩২৩০; নাসাঈ, হা/২০৪৮)। তবে কবরের কিছু দূর দিয়ে হাঁটতে পারে। আর কবরস্থানে কষ্টদায়ক (কাঁটা, পোকামাকড়) কিছু থাকলে জুতা-স্যান্ডেল পায়ে দিয়ে যেতে পারে।

প্রশ্নকারী : মাকবূল হোসেন

রাজশাহী।


Magazine