উত্তর : সম্মিলিতভাবে দু‘আ করা যাবে না। কেননা এর পক্ষে শারঈ বিধান নেই। বরং সকল মুছল্লীর কাছে আমভাবে দু‘আ প্রার্থী হওয়ার চেয়ে কোন পরহেযগার হক্বপন্থী আলেমের নিকটে দু‘আ চাওয়া উত্তম। তিনি চাইলে এমনিতেই দু‘আ করবেন অথবা ওযূ করে দু’রাক‘আত ছালাত পড়ে হাত তুলে দু‘আ করবেন (ছহীহ বুখারী, ২/৯৪৪ পৃ.)। সবার নিকট দু‘আ চাইলেও উপরোক্ত নিয়মে নিজ নিজ দু‘আ করবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগীর নিকট গেলে বা তার নিকট কোন রোগীকে আনা হলে তিনি নিম্নোক্ত দু‘আ বলতেন,
أَذْهِبِ الْبَأسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِىْ لَاشِفَاءَ إِلَّاشِفَاءُكَ شِفَاءً لَّا يُغَادِرُ سَقَمًا.
উচ্চারণ : আযহিবিল বা’স রাব্বান্না-স ওয়াশফি আনতাশ শা-ফী লা শিফা-আ ইল্লা শিফ-উকা শিফ-আন লা ইয়ুগা-দিরু সাক্বামা।
অর্থ : কষ্ট দূর কর হে মানুষের প্রতিপালক! আরোগ্য দান কর। তুমিই আরোগ্য দানকারী। কোন আরোগ্য নেই তোমার আরোগ্য ছাড়া। যে আরোগ্য ধোঁকা দেয় না কাউকে (ছহীহ বুখারী, হা/৫৬৭৫; ছহীহ মুসলিম, হা/২১৯১; মিশকাত, হা/১৫৩০)।
প্রশ্নকারী : শামিম
ডোমার, নীলফামারী।