কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : কুরবানীর পশু ক্রয়ের পর যদি তা গাভীন প্রমাণিত হয় তাহলে তা দ্বারা কুরবানী করা যাবে?

উত্তর : হ্যাঁ, যাবে। এতে শারঈ কোন বাধা নেই। জবাই করার পর তার পেটের বাচ্চাটি যদি জীবিত পাওয়া যায় তাহলে রুচি হলে সেটাও জবাই করে খাওয়া যেতে পারে। এমনকি মৃত অবস্থায় পাওয়া গেলে তার মায়ের জবাই বাচ্চার জবাই বলে গণ্য হবে। আবু সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম প্রাণীর পেটের বাচ্চা সম্পর্কে। মুসসাদ্দাদের বর্ণনায় আছে, আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা উটনী, গাভী কিংবা বকরী জবাই করতে গিয়ে তার পেটে বাচ্চা পাই। সেটা কি আমরা ফেলে দিব, না খাব? তিনি বললেন, মনে চাইলে খাও। কারণ তার মায়ের জবাইটাই তার জবাই বলে গণ্য’ (আবু দাঊদ, হা/২৮২৭)।

প্রশ্নকারী : জিল্লুর রহমান

পাবনা।


Magazine