কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : আমার বিয়ে হয়েছে হানাফী পরিবারের এক মেয়ের সাথে। বিয়ের দিন বিয়ে পড়ানো নিয়ে অনেক ঝামেলা হয়। অর্থাৎ নিয়মানুযায়ী মেয়ের বাবাকে বিয়ে পড়াতে হবে। কিন্তু তাতে মেয়ের নানা, মামা, খালুরা নারায৷ অনেক চেষ্টা করে বুঝিয়েও তাদের মানাতে পারিনি। তারপর এক রকম বাধ্য হয়েই আমার চাচা মেয়ের বাবার সম্মতিক্রমে তার উপস্থিতিতে সাক্ষীসমেত আমার বিয়ে পড়ান। এখন বিয়েটা কি সম্পূর্ণ হয়েছ, না-কি মেয়ের বাবাকেই পড়াতে হবে?

উত্তর : বিবাহ পড়ানোর সুন্নাতী পদ্ধতি হলো, প্রথমে বিবাহের খুৎবা হবে। অতঃপর মেয়ের সম্মতিক্রমে দু’জন সাক্ষীর সামনে মেয়ের পিতা বা অভিভাবক বলবে, আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম। আর ছেলে বলবে, আমি কবুল করলাম। তবে প্রশ্নোল্লিখিত বিবরণ অনুযায়ী উক্ত বিবাহ বৈধ হবে। কেননা মেয়ের বাবাকেই বিবাহ পড়াতে হবে এমনটি শর্ত নয়, বরং তার অনুমতিই যথেষ্ট। তার অনুমতি থাকলে অন্য কেউ বিবাহ পড়াতে পারে। কিন্তু তার সম্মতি না থাকলে সে বিবাহ যেই পড়াক না কেন তা বাতিল বলে গণ্য হবে (তিরমিযী, হা/১১০১; আবূ দাঊদ, হা/২০৮৫; ইবনু মাজাহ, হা/১৮৮১; আহমাদ, হা/১৯৭৪৬)। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কোনো নারী তার ওলীর (অভিভাবকের) অনুমতি ছাড়া বিয়ে করবে; তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল’ (আবূ দাঊদ, হা/৩০৮৩; তিরমিযী, হা/১১০২; ইরওয়াউল গালীল, হা/১৮৪০)।

প্রশ্নকারী : মুস্তাকিম বিল্লাহ

বাগমারা, রাজশাহী।



Magazine