কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : কুরবানীর চামড়ার টাকা মসজিদ ও মাদরাসায় দেওয়া যাবে কি?

উত্তর : কুরবানীর চামড়ার টাকা মসজিদে দেওয়া যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রযিয়াল্লাহু আনহু-কে কুরবানীর চামড়া ফকীর-মিসকীনদের মাঝে বিতরণ করার আদেশ করেছিলেন (ছহীহ মুসলিম, হা/১৩১৭)। কিন্তু তিনি তাকে মসজিদে দেওয়ার আদেশ করেননি। তবে মাদরাসা ‘ফী সাবীলিল্লাহ’র অন্তর্ভুক্ত হিসাবে চামড়া ও যাকাত-ওশরের টাকা সেখানে প্রদান করা যায় (ফাতাওয়া আরকানিল ইসলাম, পৃ. ৪৪২, ফতওয়া নং ৩৮৬; মাজমূ‘উ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৮/২৫২-২৫৩)।

প্রশ্নকারী : আবূ তাহের

ঢাকা কলেজ, ঢাকা।

Magazine