কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : জনৈক ব্যক্তি তার ছেলের স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। এখন তাদের উভয়ের বিধান কী হবে?

উত্তর: যিনা-ব্যভিচার শরীআতে স্পষ্ট হারাম এবং তা অত্যন্ত জঘন্য অপরাধ। এ ধরনের বিবাহিত নারী-পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে তাদের ব্যাপারে শারঈ বিধান হলো, রজম করা বা পাথর মেরে হত্যা করা। উমার রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন। তারপর আমরাও রজম করেছি। আর রজমের বিধান আল্লাহর কিতাবের মাঝে চূড়ান্ত সত্য, ঐ সমস্ত পুরুষ ও নারীর উপর, যারা বিবাহিত হওয়া সত্ত্বেও যিনা করে। আর যখন তা প্রমাণ সাপেক্ষ হয় অথবা গর্ভধারিণী হয় অথবা স্বীকারোক্তি দেয় (ছহীহ বুখারী, হা/৬৮৩০; ছহীহ মুসলিম, হা/১৬১৯)। তবে এ দণ্ডবিধি কার্যকরের দায়িত্ব দেশের সরকারী প্রশাসনের। যদি তারা তা না করে অথবা অবহেলা করে, তাহলে এর পাপ তাদের উপর বর্তাবে।

প্রশ্নকারী : ফয়জুল ইসলাম

নওগাঁ।


Magazine