উত্তর: যেহেতু মূলধন হারাম তাই তা থেকে উপার্জিত অর্থও হারাম হবে। কেননা ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ হালাল হওয়ার জন্য ব্যবসায়িক পণ্য বৈধ ও পবিত্র হতে হবে এবং তার অর্থও হালাল হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে লোক সকল! পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে, তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহ সে তোমাদের প্রকাশ্য শত্রু’ (আল-বাকারা, ২/১৬৮)। হারামকে হালাল করার জন্য কোনো কৌশল অবলম্বন করা যাবে না। যেমন- আল্লাহ যখন ইয়াহূদীদের উপর চর্বি হারাম করে দেন, তখন তারা তা গলিয়ে বিক্রি করে মূল্য ভোগ করে (ছহীহ বুখারী, হা/২২৩৬)।
প্রশ্নকারী : মো. সাঈদুর রহমান সাঈদ
বগুড়া।