কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : যোহর, আছর, মাগরিব এবং এশার ফরয ছালাতে এক বা দুই রাকা‘আত ছুটে গেলে, ছুটে যাওয়া রাকা’আত আমি কিভাবে পড়ব?

উত্তর : ইমামের সাথে যে কয় রাকা‘আত ছালাত পাবে সে কয় রাকা‘আত ছালাত হলো প্রথম ছালাত এবং ছুটে যাওয়া ছালাত হলো শেষের ছালাত। আলী ইবনু আবূ তালেব রযিয়াল্লাহু আনহু বলেন, তুমি ইমামের সাথে যে কয় রাকা‘আত পেয়েছো তা তোমার প্রথম ছালাত, ক্বিরা‘আতের যে কয় রাকা‘আত তোমার ছুটে গেছে তা তুমি পূর্ণ করো (দারাকুৎনী, হা/১৫১৫, ইবনু আবী শায়বাহ, হা/৭১১৪)। সুতরাং চার রাকা‘আত বিশিষ্ট ছালাতের এক বা দুই রাকা‘আত ছু্টে গেলে শুধুমাত্র এক বা দুই রাকা‘আত পড়ে ছালাম ফিরাবে এবং এতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলানো জরুরী নয়। কেননা, ঐ এক রাকআত বা দুই রাকা‘আত তৃতীয় বা চতুর্থ রাকা‘আত বলে গণ্য হবে। আর ইমামের সাথে পাওয়া ছালাত প্রথম বা দ্বিতীয় রাকা‘আত বলে গণ্য হবে। আর তৃতীয় ও চতুর্থ রাকা‘আতে সূরা ফাতেহার সাথে কেরাত মিলানো জরুরী নয়। আর তিন রাকা‘আত বিশিষ্ট ছালাত তথা মাগরিবের ছালাতের এক রাকা‘আত ছালাত ছুটে গেলে শুধু এক রাকা‘আত পূর্ণ করবে এবং এতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলানো জরুরী নয়। কেননা, তা তৃতীয় রাকা‘আত বলে গণ্য হবে। আর মাগরিবের তৃতীয় রাকা‘আতে কেরাত মিলাতে হয় না। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা আযান শুনতে পেলে ধীরস্থিরভাবে পায়ে হেটে ছালাতে যাও, দ্রুত যেও না। তোমরা ইমামের সাথে যে কয় রাকআত ছালাত পাবে তা আদায় করবে এবং যে কয় রাকা‘আত পাবে না তা পূর্ণ করে নিবে (ছহীহ বুখারী, হা/৬৩৬; ‍মুসনাদে আহমাদ, হা/১০৯০৬)। এমতাবস্থায় ইমামের সাথে প্রাপ্ত রাকা‘আত প্রথম রাকা‘আত হিসাবে গণ্য হবে। আলি ইবনু আবূ তালেব রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমামের সাথে তুমি ছালাতের যেটুকু পাও তা তোমার ছালাতের প্রথমাংশ। সুতরাং ছালাতের যা ছুটে গেছে তা পূর্ণ করো (দারাক্বুতনী, হা/১৫১৫)।

প্রশ্নকারী : নাহিদ আলী

চারঘাট, রাজশাহী।


Magazine