কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : ছালাতের জন্য কখন আযান দিতে হবে? ওয়াক্ত শুরু হওয়ার আগেও নাকি আযান দিলে তা যথেষ্ট হবে?

উত্তর: ছালাতের সময় হলে আযান দিতে হবে। সময়ের পূর্বে আযান দেওয়া যাবে না। কেননা ছালাতের সময় যেমন নির্ধারিত তদ্রূপ আযানের সময়ও নির্ধারিত। যদি কেউ নির্ধারিত সময়ের পূর্বে আযান দেয় তাহলে সে আযান যথেষ্ট হবে না। বরং পুনরায় আযান দিতে হবে (আল মাজমূ‘ লিন-নববী, ৩/৮৯; আল-মুগনী, ১/২৯৭)। মালেক ইবনু হুয়াইরিছ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং তার সাথীদেরকে বললেন, ‘যখন ছালাতের সময় হবে তখন তোমাদের একজন যেন আযান দেয় এবং তোমাদের মধ্যে যে বড় সে যেন তোমাদের ইমামতি করে’ (ছহীহ বুখারী, হা/৮১৮)। অত্র হাদীছ থেকে বুঝা গেল যে, সময় হলে আযান দিতে হবে। সময়ের পূর্বে আযান দেওয়া যাবে না।

প্রশ্নকারী : আবূ তাহের

বিরল, দিনাজপুর।

 

Magazine