কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ১০০ বার ইস্তিগফার পাঠ করতেন। আমরা যদি তার চেয়ে বেশি পাঠ করি তাহলে কি তা বিদআত হবে?

উত্তর : না, বিদআত হবে না। দিনে ১০০ বার ক্ষমা চাওয়া মর্মে বর্ণিত হাদীছটি দ্বারা উম্মাহকে বেশি বেশি ইস্তিগফার করার প্রতি উৎসাহ প্রদান করাই হচ্ছে মূলত হাদীছ দ্বারা উদ্দেশ্য ১০০ বারের মধ্যে সীমাবদ্ধ করা উদ্দেশ্য নয়। যেমন অপর এক বর্ণনায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ভালোবাসে যে, সে তার আমলনামা দেখে আনন্দিত হবে, যে যেন বেশি বেশি ইস্তিগফার করে’ (সিলসিলা ছহীহা, হা/২২৯৯; আল-মু‘জামুল আওসাত্ব, হা/৮৩৯)। আব্দুল্লাহ ইবনু বুসর রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমলনামায় অধিক পরিমাণে ‘ক্ষমা প্রার্থনা’ যোগ করতে পেরেছে, তার জন্য সুসংবাদ, আনন্দ (ইবনু মাজাহ, হা/৩৮১৮; মিশকাত, হা/২৩৫৬)। উল্লিখিত হাদীছ দুটি দ্বারা প্রমাণিত হয় যে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে এবং ইস্তিগফারকে কোনো সংখ্যা দ্বারা সীমাবদ্ধ করা যাবে না। তাই আমাদের উচিত হবে বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাওয়া।

প্রশ্নকারী : নাজনীন আকতার

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine