কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : অসুস্থতার কারণে গত বছর সব ছিয়াম রাখতে পারিনি। বর্তমানেও শারীরিকভাবে অসুস্থ। এখন করণীয় কী?

উত্তর : ছিয়াম রাখা প্রত্যেক সক্ষম ব্যক্তির উপর ফরয। কিন্তু রামাযান মাসে কেউ অসুস্থ থাকলে অন্য কোনো সময়ে তা ক্বাযা করে নিতে হবে। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ কিংবা সফরে রয়েছে, সে যেন অন্য সময়ে তা ক্বাযা করে নেয়’ (আল-বাক্বারা, ২/১৮৪)। কিন্তু রোগ ভালো হওয়ার কোনো লক্ষণ না থাকলে ফক্বীর-মিসকীনদেরকে প্রতিদিন সমান অর্ধ ছা‘ খাবার ফিদইয়াস্বরূপ দিতে হবে (আল-বাক্বারা, ২/১৮৪)।

মনিরুল ইসলাম

 পুঠিয়া, রাজশাহী।


Magazine