কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): তায়াম্মুম করে মোজা পরলে তার উপর মাসাহ করা যাবে কি?

উত্তর: ওযূ অবস্থায় মোজা পরিধান করতে হবে, অন্যথায় তার উপর মাসেহ করা যাবে না। মুগীরা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে কোনো এক সফরে ছিলাম। (ওযূ করার সময়) আমি তাঁর মোজা দুটি খুলতে চাইলে তিনি বললেন, ‘তুমি (মোজা) দুটিকে রেখে দাও, আমি পবিত্র অবস্থায় ওই দুটি পরেছিলাম’। (এই বলে) তিনি তার উপর মাসেহ করলেন (ছহীহ বুখারী, হা/২০৬; ছহীহ মুসলিম, হা/২৪৭)। এক্ষেত্রে পানি না পেয়ে তায়াম্মুম করলে এবং পরবর্তীতে পানি পেলে মোজা খুলে ফেলতে হবে; তার উপর মাসেহ করা যাবে না। কেননা পানির তুলনায় মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা পরিপূর্ণ পবিত্রতা নয় (মুগনী লি-ইবনে কুদামা, ১/২০৭)। আর তায়াম্মুম করার সাথে পায়ের কোনো সম্পর্ক থাকে না। কেননা তায়াম্মুমে পা ধৌত করা হয় না। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীছে বলেছেন, ‘আমি পবিত্র অবস্থায় ওই দুটি পরেছিলাম’ (ছহীহ বুখারী, হা/২০৬)। এই পবিত্রতা দ্বারা উদ্দেশ্য হলো পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। 

প্রশ্নকারী : আব্দুল বারী

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine